• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোবট কুকুর উদ্ভাবনে চীনের নতুন সাফল্য, গতি উসাইন বোল্টের সমান


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুলাই ১৪, ২০২৫, ০৪:৫৭ পিএম
রোবট কুকুর উদ্ভাবনে চীনের নতুন সাফল্য, গতি উসাইন বোল্টের সমান

ঢাকা: রোবোটিক প্রযুক্তিতে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির নির্মিত ‘ব্ল্যাক প্যান্থার ২.০’ নামের একটি চার পায়ের রোবটিক কুকুর ঘন্টায় ১০.৩ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছে—যা কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের সর্বোচ্চ গতির প্রায় সমান।

রোববার টেলিভিশনে সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে এই রেকর্ড গড়ার ঘটনা ঘটে। চীনের চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত ওয়ার্ল্ড রোবট কমপিটিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘রোবোটিক ডগ মিশন শো’-তে এ রোবটটি অংশ নেয়।

৩৮ কেজি ওজন ও ০.৬৩ মিটার উচ্চতার এই রোবট মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ট্রেডমিলে ঘণ্টায় ১০ মিটার গতির বেশি দৌড়ে যায়। বস্টন ডাইনামিকসের ‘ওয়াইল্ডক্যাট’ নামের রোবটের পূর্ববর্তী রেকর্ড ভেঙে এটি এখন বিশ্বের দ্রুততম রোবোটিক কুকুর।

তুলনামূলকভাবে বলা যায়, উসাইন বোল্টের ১০০ মিটার বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ডে সম্পন্ন হয়েছিল, যার গড় গতি ছিল ১০.৪৪ মিটার/সেকেন্ড।

এই রোবটের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে সর্বোচ্চ পাঁচবার করে পা ফেলার সক্ষমতা, যা একে বিশ্বের দ্রুততম চার পায়ের রোবটগুলোর তালিকায় জায়গা করে দিয়েছে।

‘ব্ল্যাক প্যান্থার ২.০’ যৌথভাবে তৈরি করেছে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট এবং হাংজু-ভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ Mirror Me। সম্প্রতি এই রোবটটি আরও উন্নত করা হয়েছে—তিনটি পৃথক কার্বন ফাইবার পা একীভূত করে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে এর কাঠামো।

অন্যদিকে, একই শো-তে অংশ নেওয়া ‘XT70’ নামের আরেক রোবট বাস্তব দুর্যোগ মোকাবিলা ও জরুরি উদ্ধার অভিযানে দক্ষতা প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি কাড়ে।

যদিও ব্ল্যাক প্যান্থার এখন অধিকাংশ মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে সক্ষম, তবুও এটি এখনো চিতা, উটপাখি বা ওয়াইল্ডাবিস্টের মতো দ্রুতগামী প্রাণীদের গতির তুলনায় পিছিয়ে রয়েছে।

তবে এর ভবিষ্যৎ ব্যবহার সম্ভাবনা বিশাল—বিশেষ করে ভূমিকম্পের সময় ধ্বংসস্তূপে দ্রুত প্রবেশ, দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা বা লজিস্টিক সরবরাহে এই রোবটিক কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

ইউআর

Wordbridge School
Link copied!