ফাইল ছবি
জ্যাক সাটন নামের একজন উদ্ভাবক এমন এক গাড়ি বানিয়েছেন যা সত্যিই নজর কেড়ে নিচ্ছে। এই গাড়িটির কোনো পেছনের অংশ নেই, শুধু দুটি সামনের অংশ আছে। তাই লোকজন এটি ‘ব্যাক টু ব্যাক’ নামে ডাকে।
সাটন বলেন, “গাড়িতে যখন কেউ বসে, তখন পেছন থেকে আসা চালকরা দেখেন, সিটে থাকা ব্যক্তি তাদের দিকে মুখ করে আছে। তারা প্রথমে অবাক হয়!”
এই অদ্ভুত গাড়িটি তৈরি করতে দুটি পুরনো ক্রাইসলারের সামনের অংশ জোড়া লাগানো হয়েছে-একটি কানাডায়, আর অন্যটি যুক্তরাষ্ট্রে তৈরি। জ্যাক বলেন, “এটা শুধু মজারই না, সহজ ভাবনায় তৈরি। এই চৌকো আকৃতির কারণে রাস্তার উপর চলার সময় সবাই তাকিয়ে দেখে, অনেকেই কয়েক মুহূর্ত থেমে যায়।”
শহরের মানুষ এই গাড়ি দেখে কৌতূহল ও আনন্দে ভরে ওঠে। সাটন যোগ করেন, “গাড়ি প্রতি গ্যালনে ১০০ কিলোমিটার পথ যেতে পারে। আর এর ফলে পাওয়া যায়-অনেক হাসি!”
‘স্মাইলস পার গ্যালন’-এটা শুধু একটি গাড়ি নয়, মানুষের মুখে হাসি ফোটানোর যন্ত্রও বটে।
এসবিআর







































