ফাইল ছবি
ঢাকা: দিন দিন ই-মেইল ব্যবহারের হার বৃদ্ধি পাচ্ছে, আর একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের ফলে অনেকেই আলাদা অ্যাপ বা ডিভাইসের জটিলতায় পড়ছেন। তবে গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা, জি-মেইল, এই সমস্যার একটি সহজ সমাধান দিয়েছে।
অ্যান্ড্রয়েড, আইফোন, এবং আইপ্যাড ব্যবহারকারীরা জি-মেইল অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এতে গুগলের নিজস্ব জি-মেইল ছাড়াও আউটলুক, আইক্লাউড, ইয়াহুর মতো থার্ড-পার্টি ই-মেইল সেবা অন্তর্ভুক্ত করা সম্ভব।
জি-মেইল অ্যাপে একাধিক অ্যাকাউন্ট যোগ করতে হলে, প্রথমে অ্যাপটি খুলে উপরের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর 'Add another account' অপশন নির্বাচন করতে হবে। এখানে গুগল, আউটলুক, আইক্লাউড, ইয়াহু- যেকোনো একটি সেবা বেছে নিতে হবে। তারপর সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকে, তবে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেসব ই-মেইল সেবা স্বয়ংক্রিয়ভাবে তালিকায় নেই, তাদের জন্য ম্যানুয়াল সেটআপও রয়েছে। এসব সেবার জন্য আইএমএপি ম্যানুয়াল সেটআপ অপশনটি ব্যবহার করা যেতে পারে। এতে ই-মেইল সেবার সার্ভার তথ্য, পোর্ট এবং নিরাপত্তা সেটিংস দিতে হয়।
জি-মেইল অ্যাপে রয়েছে একটি বিশেষ সুবিধা, 'All Inbox' ফিচার, যার মাধ্যমে একসঙ্গে সব অ্যাকাউন্টের ইনবক্স দেখা যায়। এতে বারবার প্রোফাইল পরিবর্তন করার প্রয়োজন পড়ে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসআই







































