• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ডাচ ক্রিকেটাররা আর্থিকভাবে স্বচ্ছল নন


স্পোর্টস ডেস্ক জুন ২৯, ২০২১, ০৭:২৫ পিএম
ডাচ ক্রিকেটাররা আর্থিকভাবে স্বচ্ছল নন

পিটার বরেন, সাবেক নেদারল্যান্ড অধিনায়ক

ঢাকা: ক'দিন আগেই ছেঁড়া জুতো পোস্ট করে হইচই ফেলে দিয়েছিল জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ার বার্ল। তখন তার আহ্বানে সাড়া দিয়েছিল জনপ্রিয় স্পোর্টস সামগ্রী প্রতিষ্ঠান পুমা। এবার সাবেক ডাচ অধিনায়কের মন্তব্যে ফের ধরা পড়ল ক্রিকেটারদের আর্থিক অসহায়তার ছবি। 

টেস্ট খেলুড়ে দেশগুলো ছাড়া র‍্যাংকিংয়ের নিচের দলগুলো আর্থিকভাবে স্বচ্ছল নয়। আরও স্পষ্টভাবে বলতে গেলে জিম্বাবুয়ে, নেদারল্য়ান্ডসের ক্রিকেটাররা আর্থিকভাবে একদমই স্বচ্ছল নন। তার প্রমাণ মিললো সাবেক ডাচ অধিনায়কের পিটার বরেনের মন্তব্যে।

ঘটনার সূত্রপাত টুইটারে। এক ব্যক্তি প্রশ্ন তোলেন নেদারল্যান্ডস কি আদৌ ক্রিকেট খেলে, তাদের কি কোন দল আছে? এই পোস্টেরই জবাবে ভার্জিল ভ্যান ডাইকদের দেশের ক্রিকেটের অসহায় ছবিটি তুলে ধরেন ডাচ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পিটার বরেন।

ব্যক্তিটির প্রশ্নের জবাবে তিনি লেখেন, ‘দল (নেদারল্যান্ডস দল) আছে, স্বচ্ছভাবেই আছে, ভাড়া দিতে সমস্যার সম্মুখীন হয়, তবে গর্বের সঙ্গে অরেঞ্জ (টুপি) মাথায় পরে।’

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!