• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

১৪০ রানে থেমে গেল টাইগ্রেসদের ইনিংস


ক্রীড়া ডেস্ক মার্চ ৭, ২০২২, ১০:২৪ এএম
১৪০ রানে থেমে গেল টাইগ্রেসদের ইনিংস

ছবি : সংগৃহীত

ঢাকা : ওপেনাররা উড়ন্ত সূচনা এনে দিলেও নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও অল্পতে থেমে গেছে বাংলাদেশের ইনিংস। তবে প্রথম ম্যাচের মতো আজও (৭ মার্চ) বাকিদের ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে দলকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৭ ওভারে টাইগ্রেসরা তুলতে পেরেছে ৮ উইকেটে ১৪০ রান।

জয়ের লক্ষ্যে ১৪১ রান তাড়া করতে নামবে ডিভাইনের দল। জাহানারা, রিতুমণি, সালমা, রুমানাদের নিয়ে গড়া বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইন আপ কতটা আটকে রাখতে স্বাগতিকদের, সেটিই এখন দেখার। এর আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯৪ রানে অলআউট করার স্মৃতি রয়েছে টাইগ্রেসদের।

ডানেডিনে বৃষ্টির কারণে ৪ ঘণ্টা পরে খেলা শুরু হয়। টসে জিতে বাংলাদেশ নারী দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় কিউই অধিনায়ক সোফি ডিভাইন। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেও দুই টাইগ্রেস ওপেনারের ব্যাট থেকে দ্রুত রান উঠতে থাকে।

একপ্রান্তে ফারজানা সাবধানী ইনিংস খেললেও শামীমা আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৯ ওভার ২ বলে দলীয় ৫৯ রানে শামীমার বিদায়ে ওপেনিং জুটি ভাঙ্গে বাংলাদেশের। শামীমা ৪ চারে করেন ৩৩ রান।

প্রথম ৯ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলা টাইগ্রেসরা শেষ ১৮ ওভারে তুলতে পারে কেবল ৭৯ রান। হারায় আরও ৭ উইকেট। একপ্রান্তে ওপেনার ফারজানা অর্ধশতক তুলে নিলেও আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। ফারজানা ফিফটি ছুঁয়েই ৫২ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন।

এছাড়া সোবহানা ১৩ ও অধিনায়ক জ্যোতি করেন ১১ রান। নিউজিল্যান্ডের পক্ষে অ্যামি সাটার্দওয়েট ২৫ রানের খরচায় ৩ উইকেট নেন। হেলেই জেনসেন ও ফ্রান্সেস ম্যাকায় নেন ১টি করে উইকেট।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!