• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৫৪ পিএম
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত

ফাইল ছবি

পাবনা: পাবনার ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম নামে শ্যালো ইঞ্জিন চালিত করিমন চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত জহিরুল উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, করিমন চালক জহিরুল ইসলাম রাতে তার গাড়িতে ফার্ণিচার বহন করে কুষ্টিয়া গিয়েছিল। ফেরার পথে ভোরে  লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোল প্লাজার অদূরে তার গাড়িটিকে যে কোন যানবাহন পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সকালে তার লাশ ও গাড়িটিকে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এবিষয়ে পাকশী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কোন যানবাহনের ধাক্কায় ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এএ/এসআই

Wordbridge School
Link copied!