• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ ইউনুছ


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:০০ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ ইউনুছ

ছবি: সোনালীনিউজ

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পোদ্যোক্তা মোহাম্মদ ইউনুছ। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। এর মাধ্যমে তিনি ব্যাংকটির শীর্ষ নেতৃত্বের দায়িত্বে এলেন।

মোহাম্মদ ইউনুছ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল সোনালীনিউজের প্রকাশক। এর আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে শিল্প, বাণিজ্য ও আর্থিক খাতে সক্রিয় থাকা মোহাম্মদ ইউনুছ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। শিল্পায়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

ব্যাংকটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার অভিজ্ঞ নেতৃত্ব শাহজালাল ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

এসএইচ

Wordbridge School
Link copied!