• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালসবুর্কের বিপক্ষে খেলতে অনুশীলনে এমবাপে


ক্রীড়া ডেস্ক: জুন ২৬, ২০২৫, ১০:০৬ এএম
সালসবুর্কের বিপক্ষে খেলতে অনুশীলনে এমবাপে

ঢাকা : ক্লাব বিশ্বকাপে রেড বুল সালসবুর্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দলীয় অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

জ্বরের কারণে আসরে রিয়ালের প্রথম ম্যাচে এমবাপে খেলতে পারেননি। জ্বরের সঙ্গে গ্যাসের সমস্যায় গত সপ্তাহে মায়ামির একটি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ২৬ বছর বয়সী তারকাকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সুস্থ না হওয়ায় দলের দ্বিতীয় ম্যাচেও বাইরে থাকতে হয় তাকে।

আল-হিলালের সঙ্গে ১-১ ড্রয়ের পর পাচুকার বিপক্ষে ১০ জনের দল নিয়ে ৩-১ গোলের দারুণ জয় পায় শাবি আলোন্সোর দল।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে সালসবুর্কের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময় এমবাপেকে খেলাতে পারেন কোচ।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে সালসবুর্ক। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে আল-হিলাল। তিন দলের সামনেই সুযোগ আছে নকআউট পর্বে যাওয়ার।

পিএস

Wordbridge School
Link copied!