• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইপিএল ২০২৬ নিলাম: কে কত টাকায় কোন দলে?


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:০৫ পিএম
আইপিএল ২০২৬ নিলাম: কে কত টাকায় কোন দলে?

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০২৬ সালে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৯তম আসর। তার আগেই মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত আইপিএল নিলাম। নিলামের প্রতিটি মুহূর্তেই ছিল উত্তেজনা, চমক আর রেকর্ড গড়া দলবদল।

মুস্তাফিজকে নিয়ে তীব্র লড়াই, হাসলো কলকাতা

নিলামের ৯ নম্বর সেটে নাম ওঠে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তালিকায় ১০১ নম্বরে থাকা টাইগার এই পেসারকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

একই সঙ্গে কেকেআর বড় বাজেট খরচ করে দলে ভেড়ায় শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাকে, যার মূল্য গিয়ে দাঁড়ায় ১৮ কোটি রুপি। এছাড়া ক্যামেরুন গ্রিনকে কিনে কেকেআরের নিলামের অন্যতম বড় চমক—২৫ কোটি ২০ লাখ রুপি।

দলভিত্তিক উল্লেখযোগ্য নিলাম আপডেট

চেন্নাই সুপার কিংস
চেন্নাই দলে যুক্ত করেছে আকিল হোসেন, ম্যাথিউ শর্ট, ম্যাট হেনরি ও রাহুল চাহারের মতো তারকাদের। রিটেইন তালিকায় আছেন এম এস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ও শিভাম দুবে। বিদেশিদের মধ্যে রাখা হয়েছে নুর আহমেদ ও নাথান এলিসকে।

দিল্লি ক্যাপিটালস
ডেভিড মিলার ও বেন ডাকেটকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। রিটেইন করা হয়েছে অক্ষর প্যাটেল, কেএল রাহুল ও কুলদীপ যাদবকে। বিদেশি শক্তিতে আছেন মিচেল স্টার্ক ও ট্রিস্টান স্টাবস।

কলকাতা নাইট রাইডার্স
নিলামের সবচেয়ে আলোচিত দল কেকেআর। গ্রিন, পাথিরানা ও মুস্তাফিজ ছাড়াও দলে এসেছে ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট। রিটেইন তালিকায় আছেন রিংকু সিং, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন।

গুজরাট টাইটান্স
জেসন হোল্ডারকে ৭ কোটিতে দলে ভেড়ানো গুজরাট রিটেইন করেছে শুভমান গিল, রশিদ খান ও জস বাটলারকে।

মুম্বাই ইন্ডিয়ান্স
নিলামে কম খরচ করলেও রিটেইন তালিকায় রয়েছে শক্ত ভিত—রোহিত শর্মা, বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। বিদেশিদের মধ্যে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।

সানরাইজার্স হায়দরাবাদ
সবচেয়ে বড় চমক লিয়াম লিভিংস্টোন, যাকে দলে নিতে খরচ হয়েছে ১৩ কোটি রুপি। এছাড়া জস ইংলিশ ও জ্যাক এডওয়ার্ডসও যোগ দিয়েছেন।

পাঞ্জাব কিংস
শ্রেয়াস আইয়ার ও আর্শদীপ সিংয়ের নেতৃত্বে দল গড়েছে পাঞ্জাব। বিদেশিদের মধ্যে রয়েছেন মার্কাস স্টয়নিস ও মার্কো ইয়ানসেন।

রাজস্থান রয়্যালস
রবি বিষ্ণোইকে ৭.২০ কোটিতে দলে নেয় রাজস্থান। রিটেইন তালিকায় যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ ও জোফরা আর্চার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ভিরাট কোহলিকে কেন্দ্র করে সাজানো আরসিবি দলে যুক্ত হয়েছে ভেঙ্কটেশ আইয়ার ও জ্যাকব ডাফি। বিদেশি শক্তিতে আছেন জশ হ্যাজেলউড ও ফিল সল্ট।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আনরিখ নরকিয়াকে দলে টেনেছে লক্ষ্ণৌ। রিটেইন করা হয়েছে রিশাভ পান্ত ও নিকোলাস পুরানকে।

এম

Wordbridge School
Link copied!