• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সবচেয়ে মূল্যবান পুরস্কার জিতে মেসির নতুন ইতিহাস


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৫০ পিএম
সবচেয়ে মূল্যবান পুরস্কার জিতে মেসির নতুন ইতিহাস

ছবি : সংগৃহীত

ঢাকা: আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান ফুটবলারের (এমভিপ) পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর আগে কখনো কোনো খেলোয়াড় টানা দুই বছর এই সম্মান পাননি।

তিন দিন আগেই ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ শিরোপা জিতিয়েছেন মেসি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারানোর ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্টে অবদান রাখেন তিনি। এই মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।

মায়ামির জার্সিতে এমএলএসে এই মৌসুমে মেসির পরিসংখ্যান চোখধাঁধানো, ৩৪ ম্যাচে ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট, অর্থাৎ দলের মোট ১০১ গোলের মধ্যে ৬৩টিতেই সরাসরি অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই ক্লাবটিকে শীর্ষে তোলার চ্যালেঞ্জ নেন তিনি। শিরোপা জয়ের পর মেসি বলেন, “আমরা এই ক্লাবে আসার পর শীর্ষে ওঠা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। ক্লাবটি নতুন লক্ষ্য ছিল এমএলএস কাপ জয় এবং মায়ামিকে সবার ওপরে তোলা।

পিএস

Wordbridge School
Link copied!