• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের পারফরম্যান্সে খুশি মুম্বাই ইন্ডিয়ান্স


ক্রীড়া ডেস্ক আগস্ট ৭, ২০১৮, ০৩:০২ পিএম
মোস্তাফিজের পারফরম্যান্সে খুশি মুম্বাই ইন্ডিয়ান্স

ফাইল ছবি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ সফরটা দুর্দান্তই কেটেছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। চোটের কারণে টেস্ট সিরিজ খেলতে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে উজ্জ্বলই ছিলেন। তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ।

সবমিলিয়ে উইকেট পেয়েছেন ১৩টি। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। সিরিজে সর্বাধিক উইকেটও মোস্তাফিজের। স্বাভাবিকভাবেই খুশি কাটার মাস্টার। গোটা বাংলাদেশও। শুধু তাই নয়, মোস্তাফিজের পারফরম্যান্সে দারুন খুশি হয়েছে তাঁর আইপিএলেল দল মুম্বাই ইন্ডিয়ান্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স তাঁদের অফিসিয়াল টুইটার পেজে মোস্তাফিজের প্রশংসা করে লিখেছে,‘ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট, মোস্তাফিজুর রহমান সিরিজটা শেষ করেছে শীর্ষ উইকেট সংগ্রাহক হিসেবে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

এবারই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা মোস্তাফিজ দলের প্রত্যাশা মেটাতে পারেননি। আইপিএলে সাত ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট। ইকোনমি রেটটাও ভালো ছিল না-৮.৩৬। ওয়েস্ট ইন্ডিজ সফরে হারানো আত্মবিশ্বাস নতুন করে ফিরে পেয়েছেন মোস্তাফিজ। এরই প্রশংসা ঝরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের টুইটার পেজে। এখন দেখাই যাক, পরের ম্যাচগুলোতে মোস্তাফিজ তাঁর ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!