• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৈকতে ভেসে আসা নীল তিমির পিঠে চড়ে সেলফি!


নিউজ ডেস্ক জুলাই ২৮, ২০২৩, ১০:৫৯ পিএম
সৈকতে ভেসে আসা নীল তিমির পিঠে চড়ে সেলফি!

ঢাকা : সমুদ্রসৈকতে ভেসে এলো নীল তিমি। ২৫ ফুট দৈর্ঘ্যের এবং পাঁচ টনের সেই তিমি দেখতে ভিড় জমালেন স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ তিমির পিঠে চড়ে সেলফিও তুললেন। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের মেঘাবরম সৈকতে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সমুদ্রসৈকতে আটকে মৃত্যু হয়েছে বিরল প্রজাতির ওই তিমিটির। অন্যদিকে খবরটি চাউর হতেই স্থানীয় গ্রামগুলো থেকে কয়েকশো মানুষ সেটি দেখতে হাজির হন। তারা বেশির ভাগই তিমির সঙ্গে নিজেদের ছবি তোলায় ব্যস্ত ছিলেন।

শ্রীকাকুলামের প্রাণী দপ্তর জানিয়েছে, তিমিটি ভেসে এসেছে, নাকি সৈকতে আটকে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৎস্যজীবীদের দাবি, তিমিটি সমুদ্রের অগভীর জলে আটকে যায়। এর ফলেই তার মৃত্যু হয়েছে।

রাজ্য বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিরল প্রজাতির তিমি, যা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচারের বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি বাচ্চা তিমি। একটি পূর্ণবয়স্ক তিমির ওজন ২০০ টনের মতো হয়। সেখানে এই তিমিটির ওজন পাঁচ টন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!