• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাঠে তন্ত্রমন্ত্রের সাধনা, ভয়ে পালালেন ক্রিকেটাররা


ফিচার ডেস্ক জুলাই ১০, ২০২৫, ০৫:২৯ পিএম
মাঠে তন্ত্রমন্ত্রের সাধনা, ভয়ে পালালেন ক্রিকেটাররা

ঢাকা: খেলার মাঠে কুসংস্কারের ছায়া নতুন কিছু নয়, তবে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ঘটে গেল একেবারে ব্যতিক্রমী এক ঘটনা। তন্ত্রমন্ত্রের ছায়ায় বন্ধ হয়ে গেল একটি ক্রিকেট টুর্নামেন্ট।

স্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অনন্তপুর জেলার সত্য সাই এলাকার নাল্লা চেরুভু মণ্ডলের মাঠে চলছিল একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের চতুর্থ দিন হঠাৎ করেই খেলা বন্ধ হয়ে যায়, কারণ মাঠে এসে উপস্থিত ক্রিকেটাররা দেখতে পান—চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লেবু, ডিম এবং কালোজাদুর নানা নকশা। এসব দেখে আতঙ্কে মাঠ ছেড়ে পালান খেলোয়াড়রা।

আয়োজকরা বিষয়টি তদন্তে গেলে জানা যায়, ইচ্ছাকৃতভাবেই টুর্নামেন্ট বন্ধ করতে কেউ এসব তান্ত্রিক কর্মকাণ্ড চালিয়েছে। পরে একজন তান্ত্রিক ধরা পড়েন, যিনি এর আগেও একই এলাকায় একাধিকবার এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমনকি একটি মোবাইল ফোনের দোকানেও।

যদিও কেন তিনি বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

ইউআর
 

Wordbridge School
Link copied!