• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুযোগ পেয়েও ধর্ষণ না করেই পালালো দুই যুবক


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০১:০৩ পিএম
সুযোগ পেয়েও ধর্ষণ না করেই পালালো দুই যুবক

ঢাকা: শারদোৎসব মাতৃবন্দনার উৎসব। নারীশক্তির পুজোর এই আবহে সত্যিই কি সুরক্ষিত কলকাতা বা বাংলার বা ভারতের মেয়েরা? কীভাবে মোকাবিলা করবেন তারা।

প্রতি বছর দুর্গাপুজোয় অঞ্জলি দেন যে শয়ে শয়ে পুরুষ, তাদের মধ্যে কত শতাংশ আসলে নারীশক্তিকে শ্রদ্ধা করেন, কতজন সম্মান করেন নারীত্বকে?
পাড়ায় পাড়ায় রাত জাগেন যে যুবকেরা, মায়ের পুজোর আয়োজন করেন যারা, তারা কি সবাই যথাযথ সম্মান করেন মেয়েদের? তাই যদি হতো, তবে কেন বাংলার কোণে কোণে প্রতিনিয়ত বেড়ে চলেছে ইভটিজিংয়ের দাপট? অফিসের কাজের চাপে রাত করে ফেরে যে মেয়ে, তাকে কেন ভয়ে ভয়ে পেরোতে হয় নিজেরই পাড়ার প্রায়-অন্ধকার রাস্তা?

তবু রুখে দাঁড়াতে হয়! সেই শক্তি সঞ্চয় করতে হয়তো অনেকটা সময় লেগে যায় কিন্তু রুখে দাঁড়ানো ছাড়া কোনও উপায় নেই মেয়েদের। কীভাবে? পরিচালক মন্দার বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘রূপংদেহি’ পথ প্রদর্শক হয়ে উঠবে কি? দেখে নিন ১৪ মিনিটের ছবি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!