• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তরের চার জেলায় বন্যার পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৫, ০৭:২০ পিএম
উত্তরের চার জেলায় বন্যার পূর্বাভাস

ছবি : সংগৃহীত

ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অনুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রোববার (৫ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা সম্পর্কিত বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।
 
বার্তায় বলা হয়, রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা অথবা কাছাকাছি সময়ে দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীগুলোর পানি আগামী ১২ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে।
 
একইসঙ্গে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
 
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫, কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ এবং উজানে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ২৬১, কোচবিহারে ১৯০, জলপাইগুড়িতে ১৭২, শিলিগুড়িতে ১৩৪, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৮৯ এবং সিকিমের রাজধানী গ্যাংটকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!