• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ যেসব জেলায় নামতে পারে শীত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ০৬:৪৮ পিএম
হঠাৎ যেসব জেলায় নামতে পারে শীত

ফাইল ছবি

ঢাকা: হঠাৎই দেশের ১৭ জেলার কিছুকিছু স্থানে রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়।

পোস্টে জানানো হয়, আজকে রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা,চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছুকিছু স্থানে রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
 
এ ছাড়াও এই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারাদেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না।

পোস্টে আরও জানানো হয়, ঠান্ডা আর গরমের পার্থক্যের কারণে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন অনেকে। এজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!