• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা


ফরহাদ খান, নড়াইল জুন ২৭, ২০১৮, ০৩:৫৪ পিএম
কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইল: জেলার কালিয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জুন) দুপুরে কালিয়া কমিউনিটি সেন্টারে ৫ কোটি ৮৩ লাখ ১৭ হাজার টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।

এ অনুষ্ঠানে মোবাইল ফোনে পৌরবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা, কালিয়া থানার ওসি শেখ শমসের আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দীন, পৌর সচিব এস এম মনিরুজ্জামান, কাউন্সিলর অসিত কুমার ঘোষ, তপন কুমার দত্ত, শেখ ফসিয়ার রহমান, ইলিয়াস সরদার, সবুর শেখ, শিবুপদ রায়, মাউফ শেখ, এস ম এহসানুল হক রানা, শাহরিয়ার হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর জোসনা বেগম, জাহানারা বেগম, শাহানাজ পারভীন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, জুয়েলার্স সমিতির সভাপতি গুরুদাস স্বর্ণাকারসহ বিভিন্ন পেশার মানুষ।

উন্মুক্ত আলোচনায় পৌরবাসী কালিয়ার বিভিন্ন সড়কের উন্নয়ন, গণগ্রন্থাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের দাবি করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!