• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন শুনানি ফের মুলতবি


আদালত প্রতিবেদক জুন ১১, ২০১৮, ১০:১৪ পিএম
খালেদার জামিন শুনানি ফের মুলতবি

ঢাকা : সহিংসতার অভিযোগে কুমিল­ার চৌদ্দগ্রাম থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আবারো পিছিয়েছে। সরকারের সময় প্রার্থনার প্রেক্ষিতে আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্টে।  

রোববার (১০ জুন) বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল আরো সময় চেয়ে বলেন, ঢাকার দুটি মামলায় পর্যবেক্ষণসহ হাইকোর্টের জামিন আবেদন নিষ্পত্তির বিরুদ্ধে লিভ টু আপিল করা হবে।  

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, মো. মাসুদ রানা ও একেএম এহসানুর রহমান। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন তার ডেপুটি একেএম আমিন উদ্দিন মানিক ও মনিরুজ্জামান রুবেল।

আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া উচ্চ আদালত কোনো আদেশ দিচ্ছেন না বলে মনে হচ্ছে। এ অবস্থায় কতদিন আইনজীবীরা সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখতে পারবেন এমন প্রশ্ন করে তিনি বলেন, মানুষ হয়তো বা আমাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আইন নিজের হাতে তুলে নেবে, আমরা হয়তো সেই দিনের অপেক্ষায় আছি।’  

তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, আমরা ক্ষুব্ধ ও লজ্জিত এই কারণে যে, অ্যাটর্নি জেনারেল যেহেতু আপিল বিভাগে যাবেন সেহেতু আজকে শুনানি মুলতবি করা হলো। এর অর্থ অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া আপাতদৃষ্টিতে মনে হচ্ছে উচ্চ আদালত কোনো আদেশ দিচ্ছেন না।’

অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে পাল্টা অভিযোগ করে বলেন, ‘শুধু জামিন নেওয়ার ক্ষেত্রে সহানুভ‚তি পেতে বিএনপির আইনজীবীরা মিথ্যাচার করছেন। খালেদা জিয়ার অজ্ঞান হওয়ার বিষয়টি সঠিক নয়। আমি আজ (গতকাল) মামলার শুনানির আগে আইজি প্রিজনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি।

তিনি বলেছেন, খালেদা জিয়া ৫ জুন ইফতারির আগ মুহূর্তে সুগার কম থাকায় দাঁড়ানো থেকে মাথা ঘুরে পড়ে যান। অজ্ঞান হওয়ার কথাটি সঠিক নয়। বরং রোজার রাখার কারণে তার সুগার (রক্তে শর্করা) কমে গিয়েছিল।’

জামিন পেতে হলে অ্যাটর্নি জেনারেলের সম্মতি লাগবে খন্দকার মাহবুব হোসেনের অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। খালেদা জিয়া তো অনেক মামলায়ই জামিন পাচ্ছেন। তারা শুধু শুধু মিথ্যাচার করছেন।’

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সহিংস অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা ছোড়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। গত বছরের ২ ফেব্র“য়ারি ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!