• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্ররাজনীতি নিষিদ্ধে হাইকোর্টে রিট


আদালত প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৯, ০১:৩৬ পিএম
ছাত্ররাজনীতি নিষিদ্ধে হাইকোর্টে রিট

ঢাকা : ছত্ররাজনীতি নিষিদ্ধসহ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে শিক্ষাসচিব, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

দুপুর ২টার পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, ছাত্ররা রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম করছে। শিক্ষকরাও পাঠদানের চেয়ে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। যা সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এর পরিপন্থী। এ কারণে রিটটি দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!