• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীপিকার জীবনে আমার মত ব্যক্তির ভীষণই প্রয়োজন


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৫, ২০২০, ০৪:০২ পিএম
দীপিকার জীবনে আমার মত ব্যক্তির ভীষণই প্রয়োজন

ঢাকা : জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কাণ্ডে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নিয়ে এবার মুখ খুললেন বাবা রামদেব। এই বিষয়ে বাবা রামদেবের সোজা সাপটা বক্তব্য, দীপিকার জীবনে স্বামী রামদেবের মত একজন ব্যক্তির ভীষণই প্রয়োজন। যে তাঁকে সব বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে যতরকম আলোচনায় উঠে আসেন দীপিকা। তাঁর ছবি 'ছপক' থেকে নজর সরে গিয়ে কমবেশি সকলেই তাঁর ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া নিয়ে আলোচনায় মগ্ন হন। কিছু লোকজন দিপ্পির এ যাওয়া এক্কেবারেই ভালোভাবে নেননি।

তাঁদের কেউ বলেছেন, দীপিকা তাঁর ছবির প্রচারেই ক্যাম্পাসে গিয়েছেন। কেউ আবার বলেছেন মেঘনা গুলজার দিপ্পিকে প্রভাবিত করেছেন। কেউ আবার জেএনইউ কাণ্ডে দীপিকার পড়ুয়াদের পাশে দাঁড়ানোর ঘটনায় বীতশ্রদ্ধ তাঁর ছবি 'ছপক' বয়কটের ডাক দিয়েছেন। এমনকি এই ঘটনার জন্য দীপিকাকে খোদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরেও রোষের মুখে পড়তে হয়েছে।

আবার অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন। পরিচালক প্রযোজক অনুরাগ কাশ্যপের কথায়, দীপিকা পুরুষের থেকেও শক্তিশালী। তাঁর এই পদক্ষেপে কোনও রকম প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। দিপ্পির হয়ে সুর চড়িয়েছেন কানহাইয়া কুমার। এবার খোদ বাবা রামদেবের মুখে উঠে এল বলিউডের পদ্মাবতী'র নাম। বাবা রামদেবের কথায়, দীপিকার জীবনে বাবা রামদেবের মতো একজন ব্যক্তির খুবই প্রয়োজন। যে দীপিকাকে সুপরামর্শ দেবে।

এখানেই শেষ নয়, রামাদেবের কথায়, দীপিকার উচিত প্রথমে দেশের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কৃতি সম্পর্কে জানা, তারপর কোনও সিদ্ধান্ত নেওয়া।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!