• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পাণ্ডিয়াকে নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ বলিউড অভিনেত্রী


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৯, ০৭:১৬ পিএম
পাণ্ডিয়াকে নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ বলিউড অভিনেত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা: ‘কফি উইফ করণ’ শো’তে আপত্তিকর মন্তব্য করে নির্বাসিত হয়ে আছেন হার্দিক পাণ্ডিয়া। অস্ট্রেলিয়ায় গিয়ে কোনো ম্যাচে না খেলেই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। তারপর থেকে পাণ্ডিয়া নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না পাণ্ডিয়ার। ভারতীয় বোর্ড (বিসিসিআই) তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে পাণ্ডিয়া পরিবার। আর এরই মধ্যে পাণ্ডিয়াকে নিয়ে মুখ খুললেন তাঁর বান্ধবী এলি আব্রাম।

একাধিকবার প্রকাশ্যে পাণ্ডিয়া-এলিকে একসঙ্গে দেখা গেছে। গুঞ্জন উঠেছিল বলিউড মডেলের সঙ্গেই নাকি প্রেম করছেন পাণ্ডিয়া। যদিও তাঁরা এ কথা স্বীকার করেননি। সেই এলির থেকেই পাণ্ডিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তবে এই বিষয়ে বান্ধবীর সমর্থন পাননি ভারতীয় তারকা। বরং ‘কফি উইথ করণ’ শো’তে তাঁর এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি বলেই মনে করছেন এলি। মডেল-অভিনেত্রী জানিয়েছেন, তিনি সেই শো’য়ের কয়েকটি দৃশ্য দেখেছেন। পাণ্ডিয়ার কথা শুনে তাঁর বেশ খারাপই লেগেছে।

পরিচালক করণ জোহরের রিয়ালিটি টক শো ‘কফি উইথ করণ’-এ লোকেশ রাহুলের সঙ্গে হাজির হয়েছিলেন পাণ্ডিয়া। যেখানে করণের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নাইটক্লাবে নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে তাঁদের নাম জানার প্রয়োজন মনে করতেন না। একই মেসেজ সব নারীদের পাঠাতেন। এমনকী প্রথমবার মিলনের পর সে কথা নিজের মাকে এসে জানিয়েছিলেন। বাদ যাননি রাহুলও। নারীদের নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। এর জেরে তাঁদের দুজনকেই নিষিদ্ধ করে বিসিসিআই।

অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দুজনকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। তবে তরুণ দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘ভুল থেকে ওঁরা শিক্ষা নেবে। তবে, যেভাবে সমালোচনা আর বিতর্ক গড়াচ্ছে, তা বাড়াবাড়ি।’

পাণ্ডিয়ার মন্তব্যে যে বেশ হতাশ এলি, তা লুকালেন না অভিনেত্রী,‘ হার্দিক পাণ্ডিয়ার মুখ থেকে এমন কথা শুনে আমি অবাকই হয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে যাকে চিনতাম, সে একেবারেই এরকম নয়। মানুষ যে এর প্রতিবাদ করছে সেটা দেখে ভালো লাগছে। ওর বোঝা উচিত এই ধরনের মানসিকতা মেনে নেওয়া যায় না। এসব কি প্রকাশ্যে গর্ব করে বলার কথা?’

দুই তারকাকে নিষিদ্ধ করা নিয়ে এলির মন্তব্য, ‘আপনি যখন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, সেটা একটা বড় প্রাপ্তি। এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমাদের দেখেই তো আগামী প্রজন্ম শিক্ষা নেবে। তাই সেটা বুঝেই আচরণ করা উচিত। এটুকুই বলতে পারি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!