• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহারের দাবি


বিশেষ প্রতিনিধি মে ৩১, ২০১৮, ০২:৪৪ পিএম
পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহারের দাবি

ঢাকা : তৈরি পোশাক রপ্তানিতে অন্তত তিন বছরের জন্য উৎসে কর প্রত্যাহার চায় পোশাক শিল্প মালিকরা। পাশাপাশি বাজেটে কর্পোরেট কর হার কমানো হলে রপ্তানি আয় আরও বাড়বে বলে মনে করেন তারা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পোশাক খাত নয় বহুমুখী রপ্তানি বাড়াতে সব খাতেই সমান নজর দিতে হবে।

চার দশক আগে যাত্রা শুরু করে বর্তমানে চার হাজারের বেশী পোশাক কারখানায় কর্মসংস্থান প্রায় ৪৫ লাখ মানুষের। দেশের রপ্তানি আয়ের ৮০ ভাগের বেশি আসে এই একটি খাত থেকে। তাই পোশাক শিল্পের সুযোগ-সুবিধার দিকে একটু বেশিই নজর থাকে নীতি নির্ধারকদের।

আর তাই আসছে বাজেটে এখাতে বিদ্যমান উৎসে কর দশমিক ৭ শতাংশ থেকে শূণ্য করার পুরনো দাবি আবার তুলেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিশেষজ্ঞদের মতে, একক খাতে নয় দরকার সীমিত সংখ্যক রপ্তানি পণ্য থেকে বেরিয়ে আসার কৌশলগত লক্ষ্যমাত্রা। সেই সঙ্গে পোশাক শিল্পের জন্য অগ্রাধিকারমূলক বাজারের দিকেও নজর দিতে হবে।

বাজেটে করের হার কমানোসহ নিরবচ্ছিন্ন জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদেক্ষেপ চান ব্যবসায়ীরা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!