• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুলবুলকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৯, ১২:৪৪ পিএম
বুলবুলকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক

আহমেদ ইমতিয়াজ বুলবুল

ঢাকা: কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে তাঁর ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। 

বুধবার বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। এরপর তাঁর ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করে ফেসবুক কর্তৃপক্ষ।

সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭০ দশকের শেষলগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে ‘মেঘ বিজলী বাদল’ ছবিতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

তাঁর সুরের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘সেই রেললাইনের ধারে’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘আম্মাজান আম্মাজান’, ‘পড়ে না চোখের পলক’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’ ও ‘এই বুকে বইছে যমুনা’ ইত্যাদি।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!