• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভারতের ঘূর্ণিতে কাঁপেনি ইংল্যান্ড, রুটের সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৯, ২০১৬, ০৯:১৪ পিএম
ভারতের ঘূর্ণিতে কাঁপেনি ইংল্যান্ড, রুটের সেঞ্চুরি

ঢাকা: অভিষেকে সিরিজে ইংল্যান্ডকে ঘোল খাইয়ে ছেড়েছিলেন ১৮ বছরের তরুণ মেহেদি হাসান মিরাজ। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট তুলে নিয়ে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। অভিষিক্ত একজন তরুণের এমন পারফরম্যান্স ভারতীয়দের উজ্জীবিত করেছিল। রবিচন্দ্র অশ্বিন, অমিত মিশ্র, রবিন্দ্র জাদেজার সামনে অ্যালিস্টার কুকের দল কেমন করে সেটা দেখার অপেক্ষায় ছিল সবাই।

রাজকোট টেস্টের প্রথম দিন বলছে, ভারতের ঘূর্ণি পরীক্ষায় লেটার মার্ক নিয়েই পাস করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম দিন শেষে ইংল্যান্ড ৯৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তুলেছে ৩১১ রান। দ্বিতীয় দিনে স্কোরটাকে নিশ্চয় আরো বড় করতে চাইবে ইংল্যান্ড। সেঞ্চুরি করে জো রুট আউট হয়ে গেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার থেকে ১ রান দুরে ৯৯ রানে অপরাজিত রয়েছেন মঈন আলী। তার সঙ্গী বেন স্টোকস আছেন ১৯ রান নিয়ে।

বুধবার  (৯ নভেম্বর) রাজকোটে ভারতের সকালটা শুরু হয়েছিল ক্যাচ মিসের মহড়া দিয়ে। প্রথম ঘন্টা বেশ স্বচ্ছন্দেই কাটিয়েছেন দুই ইংলিশ ওপেনার। স্পিনাররা এসে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ১০২ রানে ৩ উইকেট হারানোর পরও ইংল্যান্ড অশ্বিন-মিশ্রদের সামনে কাঁপাকাঁপি করেনি।

দলীয় ২৮১ রানে ব্যক্তিগত ১২৪ রান করে ড্রেসিংরুমে ফেরেন রুট উমেশ যাদবের বলে কট এন্ড বোল্ড হয়ে। ১৮০ বলে ১১ চার, এক ছক্কায় এই রান করেন তিনি। এটি রুটের ক্যারিয়ারে ১১ তম সেঞ্চুরি। এরপর দিনের বাকিসময়ে মঈন ও স্টোকসকে বিভ্রান্ত করতে পারেনি ভারতীয় স্পিনাররা। ১৯২ বলে নয় চারের সাহায্যে ৯৯ রানে অপরাজিত আছেন মঈন। স্টোকস ১৯ রান করেছেন ৪১ বলে। ১০৮ রানে ২ উইকেট নিয়েছেন অশ্বিন। রবিন্দ্র জাদেজা ৫৯ ও যাদব ৬৮ রানে পেয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩১১/৪ (৯৩ ওভার) (রুট ১২৪, মঈন ৯৯*, হামিদ ৩১, কুক ২১, স্টোকস ১৯*, ডাকেট ১৩। অশ্বিন ২/১০৮, জাদেজা ১/৫৯, যাদব ১/৬৮।)

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!