• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মা হলেন টিউলিপ


নিউজ ডেস্ক জানুয়ারি ১৯, ২০১৯, ০৮:২১ পিএম
মা হলেন টিউলিপ

ঢাকা : পুত্র সন্তানের মা হলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বঙ্গবন্ধু নাতি টিউলিপ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সকাল ১০ টার দিকে হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয় সন্তান জন্ম দেন তিনি। টিউলিপের ছেলের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। এর আগে ২০১৬ সালে কন্যা সন্তানের মা হন তিনি।

টিউলিপ সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

টিউলিপ ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন। চমৎকার কাজ ও সুন্দরভাবে তাদের সন্তানের দেখভাল করার জন্য হাসপাতালের  চিকিৎসক, সেবিকা, ধাত্রী ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিউলিপের সন্তান জন্মের সময় নির্ধারণ করেছিলেন চিকিৎসকরা। তবে ব্রেক্সিট ইস্যুতে সেদিন ব্রিটিশ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দেন তিনি। হুইলচেয়ারে করে স্বামীর সঙ্গে পার্লামেন্টে গিয়ে ভোট দেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার এমপি টিউলিপ সিদ্দিকী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!