• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাস্তায় দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনছেন সাধারণ মানুষ (ভিডিও)


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০১৯, ০২:৩২ পিএম
রাস্তায় দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনছেন সাধারণ মানুষ (ভিডিও)

ঢাকা: নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় সম্প্রীতি ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন দেশটির মুসলিমরা। সম্প্রতি এই ঘটনাটি ঘটে। 

গেল সপ্তাহে কোরআন অবমাননার ঘটনার পর মুসলিমরা ফুল বিতরণ ও কোরআন তিলাওয়াত কর্মসূচির আয়োজন করেন। নরডিক মুসলিমদের এই উদ্যোগকে অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। খবর  আনাদুলু এজেন্সি।

এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিকমাধ্যম ইউটিউবে প্রকাশিত ছবি ও ভিডিওতে প্রকাশিত হয়েছে।

এতে দেখা গেছে, নরওয়ের মুসলিমরা রাস্তায় রাস্তায় ফুল বিতরণ করছেন। এছাড়া পার্কে সাউন্ড বক্সে কোরআন তিলাওয়াত বাজানো হচ্ছে। কোরআন তিলাওয়াত শুনতে জড়ো হয়েছে বহু সাধারণ নরডিক।

গত সপ্তাহে নরওয়ের ইসলামবিদ্বেষী সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে। এতে কোরআন অবমাননা ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।

এ ঘটনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মুসলিম বিশ্বে বিক্ষোভ ও প্রতিবাদ হয়। তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও আটক মুসলিম যুবকের মুক্তি দাবি করে এবং এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নরওয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পবিত্র কোরআনের অবমাননার ঘটনায় মর্মাহত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওআইসি’র সঙ্গে যোগাযোগের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।

এছাড়া কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এ বিষয়ে তিনি বলেন, নরওয়েতে কোরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে। পবিত্র কোরআন অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না। এর কারণে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!