• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
‘পাফ ড্যাডি’

শারিরীক উন্মাদনা আছে না নাই আগে লোকে দেখুক!


বিনোদন প্রতিবেদক জুন ১৪, ২০১৯, ০৫:২৮ পিএম
শারিরীক উন্মাদনা আছে না নাই আগে লোকে দেখুক!

নায়িকা পরীমণি

ঢাকা: নতুন ওয়েব সিরিজে ‘পাফ ড্যাডি’ কাজ করছেন আলোচিত নায়িকা পরীমণি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে ক্যামেরা ক্লোজ হতে পারে জানিয়েছেন পরী। ওয়েব সিরিজে শারিরীক উন্মাদনাকে বেশি প্রাধান্য দেয়া হয় এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন হালে আলোচিত এই নায়িকা।

প্রায় অভিযোগ উঠে এসব সিরিজে শারিরীক উন্মাদনাকে বেশি প্রাধান্য দেয়া হয়। 'পাফড্যাডি'ও কী সেরকম?
পরীমণি বলেন, ‘আগে লোকে দেখুক। তারপর দেখি কত অভিযোগ পাওয়া যায়! আর আমি কিন্তু বরাবরই বলে এসেছি যে ওয়েব জিনিসটা স্মার্টলি ডিল করতে হয় যেটার জন্য পরিচালক মাসুদ হাসান উজ্জল একদমই যথার্থ।

ওয়েব সিরিজে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নিয়ে পরীমণি বলেন, ‘আমি ঠিকঠাক কাজ করতে চাই। সেটা সিনেমা বা ওয়েব হলেই ক্ষতি কী! আমার কাছে কাজটাই গুরুত্বপূর্ণ। ওয়েবের এই জার্নিটা ক্যারিয়ারে একটা ভালো স্মৃতি হয়ে থাকবে। তাছাড়া সবে তো শুরু হলো। দেখা যাক, কতদূর গিয়ে গড়ায়। 

বড় পর্দা এবং ওয়েব সিরিজের শুটিংয়ে কী পার্থক্য নিয়ে বরীর বক্তব্য, কিছু না... আমার তো তেমনই মনে হল। অনেকেই প্রশ্ন করেন সত্যিই কী কিছু পার্থক্য নেই? উত্তরে বরাবরই বলে এসেছি, কাজ হলো একটা টিমওয়ার্ক। সেটা যেখানেই গড়ে উঠবে সেখানেই এগিয়ে যাবে। থাকবে না কোনো পার্থক্য- হোক সেটা বড় কিংবা ছোট পর্দা।

এ সিরিজে সহশিল্পীদের নিয়ে পরী বলেন, আমার সহশিল্পী পাভেল দা। অনেক মজার মানুষ। তার সাথে আমি ঠিকঠাক ৫ মিনিট বসতে পারি না। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর সজলের সাথে এখনো শুট হয়নি আমার। ২৬ তারিখ থেকে হবে। দারুণ কিছু হবে বলে আশা করছি। তারা ছোট পর্দার না বড় পর্দার এটা আসলে আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমরা ভীষণ জমিয়ে কাজটা করছি আসলে।

সোনালীনিউজ/বিএইচ
 

Wordbridge School
Link copied!