• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ


মুন্সীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৭, ২০২০, ০৪:১৩ পিএম
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: নব্য সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারো ফেরি চলাচল বন্ধ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডবিউটিসি কতৃপক্ষ। 

ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে ৪ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষা আছে। চ্যানেলে ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৮ ফুট পানি থাকার প্রয়োজন সেখানে পলি জমে ৬ থেকে সাড়ে ৬ ফুট হয়েছে। দফায় দফায় এ নৌরুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় দক্ষিণ বঙ্গের ২১ জেলার যাত্রীরা পরেছেন বিপাকে। 

তবে বিআইডব্লিউটিএ ড্রেজিং চালিয়ে যাচ্ছেন কবে বা কখন ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে এ ব্যাপারে কেউ জানাতে পারেন নি। 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি উপমহা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান চ্যানেলে পলি চলে আসছে। পানির গভীরতা কমপক্ষে ৮ ফুট দরকার সেখানে ৬ ফুট থাকায় ফেরি চলাচল করতে পারছে না। 

দুপুর ২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডাব্লিউটিএ পলি অপসারণ করলে ফেরি চলাচল শুরু করবে। তবে তারাই বলতে পারবে ফেরি কখন চালু করা যাবে।

সোনালীনিউজ/এমএস/এসআই 
 

Wordbridge School
Link copied!