• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিঙ্গেল ডিজিটের ঋণ বঞ্চিত গ্রাহক


বিশেষ প্রতিনিধি আগস্ট ১৪, ২০১৮, ০৭:১৩ পিএম
সিঙ্গেল ডিজিটের ঋণ বঞ্চিত গ্রাহক

ঢাকা : এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ কেবল শিল্পখাতেই সীমাবদ্ধ। তাও আবার ছোট নয়, বড় শিল্প প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ৯ আগস্ট থেকে ঋণ বিতরণে ৯ ভাগ সুদের হার কার্যকর করার কথা থাকলেও শতভাগ কার্যকর করেনি ব্যাংকগুলো। ব্যাংকাররা বলছেন, নতুন সুদ হার পুরোপুরি বাস্তবায়ন করতে আরো সময় লাগবে।

গত এপ্রিলে বেসরকারি ব্যাংক মালিকদের ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০ জুন বৈঠক করে ব্যাংক মালিকেরাও ঋণের সুদ ৯ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেন।

এরপরও সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় দুই আগস্ট ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করে ৯ আগস্ট থেকে শিল্প ঋণে এক অঙ্কের সুদহার কার্যকর করার ঘোষণা দেন অর্থমন্ত্রী।

তবে বেশিরভাগ ব্যাংকে এক অঙ্কের সুদহার কেবল বড় শিল্প ঋণেই সীমাবদ্ধ।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষণা অনুযায়ী ঋণের সুদের হার ৯ ভাগ বাস্তবায়নে কাজ চলছে। তবে এখনই সব গ্রাহককে এই হারে ঋণ দেয়া সম্ভব হচ্ছে না।

বিভিন্ন সুদ হারে গ্রাহকের আমানত থাকায় তা সমন্বয় করতে সময় চান ব্যাংকাররা।

ঋণ বিতরণে নয় এবং আমানতে ছয় ভাগ সুদের হার কার্যকর করতে কয়েক মাস লোকসান গুনতে হতে পারে বলেও জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!