• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই ত্যাগ, রক্তের ধারা গণতন্ত্রের জন্য: ফখরুল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৬, ০৮:৪২ পিএম
এই ত্যাগ, রক্তের ধারা গণতন্ত্রের জন্য: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গোটা দেশটাকে আজ কারাগারে পরিণত করেছে। পুরো দেশটাই এখন কারাগার। অবৈধ, জনবিচ্ছিন্ন এ সরকার জোর করে ক্ষমতা দখল করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। গত দুই বছরে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম, হত্যা করা হয়েছে। তাদের আত্মত্যাগ ভুলে যাইনি। চৌধুরী আলমকে ভুলে যাইনি। এই ত্যাগ, রক্তের ধারা গণতন্ত্রের জন্য।’

আজ বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘অবৈধ সরকারের’ নিজেদের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়েছে, আমাদেরকে কিছু করতে হচ্ছে না। অবৈধ ও অনৈতিকভাবে ক্ষমতায় থাকার কারণেই এ কোন্দল শুরু হয়েছে।’

প্রধান বিচারপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতোমধ্যে সরকারের নিজেদের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আজকেই সুপ্রীম কোর্টে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রেস কনফারেন্স করে বলেছেন, গতকাল প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে এই সরকারের বৈধতা নেই, পার্লামেন্টের বৈধতা নেই।’

কারণ, তিনি খুব পরিষ্কার করে বলেছেন, যে রায়ের বদৌলতে, যে রায়ের ওপর ভিত্তি করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করা হয়েছিল। সেই রায়টি সংবিধান-সম্মত নয়। সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তাই তাদেরকেও সংবিধান লঙ্ঘনের দায়ে জবাবদিহি করতে হবে,’ বলেন তিনি।

বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি।

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এ জে ড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন, যুবদল নেতা রফিকুল ইসলাম মজনু, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেক, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ঢাকা মহানগর বিএনপি নেতা বজলুল বাসিত আনজু, আবদুল কাদের, মকবুল হোসেন টিপু, ঢাকা মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও ঢাকা মহানগর বিএনপির নেতা ইউনুস মৃধা।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!