• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গোপন বৈঠক থেকে শিবিরের ১০ নেতা গ্রেপ্তার


সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ১২, ২০১৭, ০৪:১৮ পিএম
গোপন বৈঠক থেকে শিবিরের ১০ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা: জেলার একটি মাদ্রাসায় গোপন বৈঠক থেকে থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানসহ ১০ ছাত্রশিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার সরুলিয়া আল-আমিন ফাজিল মাদ্রাসা থেকে পুলিশ তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে সরকার বিরোধী আন্দোলন জোরদার করার জন্য ‘শিবিরের ভূমিকা’ শীর্ষক ৫১টি লিফলেট, ২১টি জিহাদি বই ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আটক ছাত্রশিবির নেতাকর্মীরা হলেন- পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মুন্তাজ সরদারের ছেলে ও থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান একই থানার কাশিপুর গ্রামের হাসান আলীর ছেলে ও সুরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি ইমামুল হোসেন, বাউকুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে ও আল-আমিন ফাজিল মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাতসহ (১৯) এবং মাছুম বিল্লাহ, নাজমুল হোসেন, আশরাফুল ইসলাম, হারুন সরদার, নাজমুল হাসান, হাবিবুল ইসলাম ও জহুরুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!