• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজেট অধিবেশন ১ জুন


অর্থনীতি রিপোর্টার মে ১৮, ২০১৬, ০২:২৫ পিএম
বাজেট অধিবেশন ১ জুন

১০ম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন বসছে আগামী ১ জুন। পরদিন ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি সংসদের ১১তম অধিবেশন (বাজেট) বরাবরের মতো দীর্ঘ হবে। তবে কতদিন চলবে তা অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে গত ৫ মে সংসদের দশম অধিবেশন শেষ হয়।

এদিকে অধিবেশনে সঠিকভাবে বাজেট উপস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপির নিরাপত্তা বিধান এবং সংসদে পাঠানো, বিতরণ, বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য সংসদে এটি পাস বিতরণসহ ১৩টি পদক্ষেপ নেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!