• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজাকাররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে : আশরাফ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০২:২২ পিএম
রাজাকাররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে : আশরাফ

সোনালীনিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পারজিত শক্তিরা তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পরও এখনো রাজাকাররা বহাল তবিয়তে আছে। এবং তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আজ রোববার সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। সৈয়দ আশরাফ বলেন, দেশে এবং দেশের বাইরে স্বাধীনতাবিরোধী শক্তি তৎপর রয়েছে। রাজাকাররা স্বাধীনতার পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা (পাকিস্তানিরা) ৪৪ বছর ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না।

Wordbridge School
Link copied!