• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়নে বাধা হতে পার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৬, ০৭:৪৪ পিএম
‘কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়নে বাধা হতে পার

নলছিটি প্রতিনিধি
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা ধর্মের নামে  সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করতে চায় তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে চলেছে ঠিক সেই মুহূর্তে একটি কুচক্রি মহল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে সরকারের এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার  ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার চেক, গরিব ও দুস্থদের মাঝে কম্বল এবং টিন বিতরণ করেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুস লস্কর ও নবনির্বাচিত পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নলছিটি উপজেলার ৯৭ জন মুক্তিযোদ্ধাকে তাদের সম্মানি ভাতার পাঁচ লাখ ৫১ হাজার টাকার চেক এবং দুস্থদের মাঝে ১৭০০ কম্বল ও ৭৫ জনকে গৃহনির্মাণের জন্য টিন ও নগদ তিন হাজার টাকার অনুদান প্রদান করেন।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!