• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ বালু উত্তোলনে জেল জরিমানা


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৭, ১০:১৭ এএম
অবৈধ বালু উত্তোলনে জেল জরিমানা

দিনাজপুর: জেলার ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজন অবৈধ বালু উত্তোলনকারীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) নাসিম আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বেতদিঘী ইউনিয়নের কাসাপুকুর ফরিদাবাদ নামক স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

যাদের জরিমানা করা হয় তারা হলেন, সৈয়দপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ইউসুফ আলী(৫৮), খড়মপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোকাদ্দেস (৫৫) ও পূর্ব মহেশপুর গ্রামের অভয় চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র (২৮)।

উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে সহকারী কমিশনার ভূমি নাসিম আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বেতদিঘী ইউনিয়নের ফরিদাবাদ কাসাপুকুর নামক স্থানে রাস্তার পাশে একটি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করে। বালু মহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ধারা অনুযায়ি মোট ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আটকরা ৫০হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত থেকে ছাড়া পায়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!