• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা


ফরহাদ খান, নড়াইল সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০২:২৯ পিএম
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা

ছবি: সোনালীনিউজ

নড়াইল : আসন্ন দুর্গাপূজাসহ নড়াইলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, সদর থানার ওসি আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি শেখ শমসের আলী, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমানসহ নড়াইলের বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!