• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণে জামিন পেলেন সেলিম ওসমান


আদালত প্রতিবেদক মে ১৪, ২০১৭, ০১:৩৮ পিএম
আত্মসমর্পণে জামিন পেলেন সেলিম ওসমান

ঢাকা: নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৪ মে) সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ৮ মে তিনি হাইকোর্ট থেকে দুই সপ্তাহের আগাম জামিন নেন।

সেলিম ওসমানের আইনজীবী নাজিবুল্লাহ হিরু জানান, হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিনের নথি আদালতে জমা দেওয়া হয়েছে।

এদিকে, আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন দেওয়া হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম জেসমিন আরা বেগম তা নামঞ্জুর কর দেন।

গত বছরের ১৪ মে ইসলাম ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে মারধর করা হয়। পরে স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে কান ধরে ওঠবস করানো হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!