• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আধিপত্য নিয়ে দুপক্ষে সংঘর্ষ, নিহত ১


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মে ২৫, ২০১৭, ০৬:০৩ পিএম
আধিপত্য নিয়ে দুপক্ষে সংঘর্ষ, নিহত ১

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে জামাল মিয়া (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জামাল মিয়া দুবলা গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতল ও বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান এম আলম ভূইয়া মোবাশ্বের জানান, দীর্ঘদিন ধরে দুবলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাহাত ও রউফের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই টেটা বিদ্ধ হয়ে জামাল মিয়ার মৃত্যু হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান সংঘর্ষে জামাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!