• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার হাসপাতালে লাকী আখন্দ


বিনোদন প্রতিবেদক জুলাই ১৪, ২০১৬, ০৬:২৬ পিএম
আবার হাসপাতালে লাকী আখন্দ

আবারও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন স্বনামধন্য শিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ। দিন পাঁচেক আগে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তার ব্যক্তিগত সহকারী ও সংগীত পরিচালক সজীব দাস এ বিষয়ে বলেন, অনেকটা হঠাৎ করেই তিনি পিঠে ও কোমরে ব্যথা অনুভব করেন। এর পরপরই তাকে বারডেমে ভর্তি করানো হয়। ঠিক এই মুহূর্তে তার শারীরিক অবস্থা বলা যাচ্ছে না। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

তার মেয়ে মামিনতি ফোনে জানান, বাবাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তিনি পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে গত বছরের নভেম্বর থেকে ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে দফায় দফায় তাকে কেমোথেরাপি দেয়া হয়। কেমো শেষে চলতি বছরের ২৬শে মার্চ তিনি  দেশে ফেরেন। এর আগে সেপ্টেম্বরে ফুসফুসে ক্যানসার নিয়ে প্রথম দফায় ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। গত বছরের ১লা সেপ্টেম্বর অসুস্থ লাকী আখন্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!