• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আব্দুস সামাদকে গ্রেপ্তারে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের নিন্দা


আদালত প্রতিবেদক এপ্রিল ১৭, ২০১৭, ০২:৩৬ পিএম
আব্দুস সামাদকে গ্রেপ্তারে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের নিন্দা

ঢাকা: সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুস সামাদকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল। একইসাথে তাকে মুক্তির দাবির জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সংগঠনটির পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু।

বিবৃতিতে বলা হয়, আইনজীবী আব্দুস সামাদ যড়যন্ত্রের শিকার। তাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই।  সুপ্রিমকোর্টের একজন আইনজীবীকে গ্রেপ্তারের পূর্বে তার বিষয়ে তদন্ত করে আদালতের নির্দেশনা নিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত ছিলো।

সুপ্রিমকোর্টের একজন আইনজীবীকে বিনা পরোয়ানায় সরাসরি গ্রেপ্তর করা উচিত হয়নি। আব্দুস সামাদকে গ্রেপ্তার ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থি বলে মনে করে আইনজীবীদের এ সংগঠনটি। বিবৃতিতে ৩৭৫ আইনজীবীর নিন্দা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!