• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আযান’ বিতর্কে এবার মাথা ন্যাড়া করলেন সোনু


বিনোদন ডস্ক এপ্রিল ২০, ২০১৭, ১২:৪৫ পিএম
‘আযান’ বিতর্কে এবার মাথা ন্যাড়া করলেন সোনু

ঢাকা: মুসলিম না হয়েও কেনো আযানের ধ্বনি শুনে ঘুম ভাঙতে হবে, এমন প্রশ্ন তুলেই ভারতজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম। এবার সেই বিতর্কেই মাথা নেড়া করলেন তিনি। 

‘আযান’ বিতর্কে সোনু নিগমকে হুমকি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরি। তিনি বলেছিলেন, যদি কেউ সোনুর মাথা কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দিতে পারেন, তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই মন্তব্যের পরেই বুধবার সংবাদ সম্মেলন করেন সোনু। সেখানেই তিনি বলেন, আমি মাথা কামাতে প্রস্তুত। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি। এটা সিম্বলিক।

এরপর টুইটারেও চ্যালেঞ্জটা গ্রহণ করে সোনু নিগম আতিফ আলি আল কাদরির ছুড়ে দেওয়া হুমকিকে কার্যত এক হাত নিয়ে লিখেন, আজ দুপুর ২টার সময় আলিম এসে আমার মাথা ন্যাড়া করে দেবে। আপনি ১০ লক্ষ তৈরি রাখুন মৌলবি।

যেমন বলা তেমনটাই করে দেখালেন ভারতীয় সিনেমায় গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের এই কণ্ঠদাতা। মাথা ন্যাড়া করে বুধবার বিকালে সংবাদমাধ্যমের সামনে এসে সোনু বলেন, এই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।
 
সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!