• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলীগঞ্জে খেলার মাঠে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা


আদালত প্রতিবেদক জুন ৮, ২০১৭, ০৯:৫৯ এএম
আলীগঞ্জে খেলার মাঠে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ঢাকা: নারায়নগঞ্জের আলীগঞ্জে খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। সম্পূরক এক আবেদনের শুনানী করে হাইকোর্ট ডিবিশন বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।

বুধবার (০৭ জুন) আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটের পক্ষের আইনজীবী আমিমুল এহসান জুবায়ের।

এর আগে গত ১০ এপ্রিল নারায়নগঞ্জ জেলার আলীগঞ্জে খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণের সিন্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, অর্থ সচিব, পরিকল্পনা সচিবসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়।

আইনজীবী আমিমুল এহসান জুবায়ের বলেন, গত ২২ মার্চ একনেকের সভায় নারায়নগঞ্জ জেলার আলীগঞ্জ খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের ১৫ তলা বিশিষ্ট ৮টি ভবন নির্মাণের সিন্ধান্ত হয়।

সেই সিন্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ এপ্রিল আলীগঞ্জ হাইস্কুলের সভাপতি কাওসার আহমেদ পলাশ হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিট শুনানি নিয়ে আজ এ আদেশ দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!