• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইসলামী ব্যাংকে নতুন পদ এএমডি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০১৭, ০৭:০৪ পিএম
ইসলামী ব্যাংকে নতুন পদ এএমডি

ঢাকা: নতুন পরিচালনা পরিষদ দায়িত্ব নেয়ার পর থেকে নানা বিতর্কের মধ্যে দিয়ে চলছে ইসলামী ব্যাংক। পরিচালকদের পদত্যাগ, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও বদলিজনিত কারণে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হয়ে আসছে সাম্প্রতিক সময়ে। এবার প্রথম বারের মতো অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক(এএমডি) পদ তৈরি করলো ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা কমিটি।

সূত্র জানিয়েছে, এএমডি পদ তৈরির পরে সেই পদে দায়িত্ব দেয়া হয়েছে মাহবুব উল আলমকে। এর আগে তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর(ডিএমডি) হিসেবে ছিলেন। বর্তমানে তিনি ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটির প্রধান। ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরের বছর ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন তিনি।

প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংকে এমডির পরে ধাপই ছিল ডিএমডি পদ। বিভিন্ন সময়ে ৪ থেকে ৮ জন পর্যন্ত ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন এমডির পরের স্তর হিসেবে বিবেচিত হবে এএমডি পদ। এ বিষয়ে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে এএমডি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। 

মাহবুব উল আলম ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!