• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ সাংসদ বদির ফুফাতো ভাই গ্রেফতার


টেকনাফ প্রতিনিধি আগস্ট ২৬, ২০১৬, ০৮:২১ পিএম
ইয়াবাসহ সাংসদ বদির ফুফাতো ভাই গ্রেফতার

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হোসেন কালাইয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কালাইয়া স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার কাঞ্চন কান্তি পাল টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি শাহপরীরদ্বীপের জালিয়া পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রেফতার কালাইয়া উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাই। বেশ কয়েক বছর ধরে চৌধুরীপাড়ায় বসবাস করছেন তিনি। এদিকে, শুক্রবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনায় জড়িত পৌর এলাকার চৌধুরীপাড়ার জনৈক আলকাছের স্ত্রী আয়েশাকেও (৩৫)  গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে চৌধুরীপাড়ায় ইয়াবার একটি চালান লেনদেনের খবরে পুলিশ সেখানে  অভিযান চালায়। পুলিশ বাড়ির ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা  উদ্ধারসহ কালাইয়াকে আটক করে। এসব ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ছাড়া শুক্রবার (২৬ আগস্ট) সকালে এ মামলার পলাতক আসামি এক নারীকেও আটক করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!