• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদে উদীয়মান পাঁচ শিল্পীর বিশেষ সঙ্গীতানুষ্ঠান


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৮, ০৩:৫৩ পিএম
ঈদে উদীয়মান পাঁচ শিল্পীর বিশেষ সঙ্গীতানুষ্ঠান

ঢাকা: দশদিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় এবারও প্রচার হবে উদীয়মান শিল্পীদের অংশগ্রহনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। মারিয়া শিমু, সামিয়া জাহান, নীলিমা, আনজানা এবং আফরোজ রূপা। 

এই পাঁচ শিল্পীর গাওয়া গান নিয়ে ঈদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং অষ্টমদিন প্রচার হবে ৫টি একক সঙ্গীতানুষ্ঠান। মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ এর সঙ্গীতায়জনে শিল্পীদের গাওয়া গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বিএফডিসি স্টুডিও সহ দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে। 

‘তোমাকে চাই আমি’ শিরোনামে শিল্পী মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে ঈদের চতুর্থদিন, রাত ১০.৩০টায়। সামিয়া জাহানের গাওয়া গানের অনুষ্ঠান ‘তুমি নেই বলে’ প্রচার হবে ঈদের পঞ্চমদিন, রাত ১০.৩০টায়। নীলিমার গাওয়া গানের অনুষ্ঠান ‘আমার বুকে তোমার ঠিকানা’ এবং আনজানার গাওয়া গানের অনুষ্ঠান ‘সুখে আছো তুমি’ প্রচার হবে ঈদের ষষ্ঠদিন রাত ১০.৩০টা এবং ১১টায়।

এছাড়া এবারই প্রথম প্রচার হবে শিল্পী আফরোজা রূপার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমায় করবো আপন’। অনুষ্ঠানটি ঈদের অষ্টমদিন, রাত ১০.৩০টায় প্রচার হবে এটিএন বাংলায়।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!