• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ঈদের জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৮, ০১:৪৪ পিএম
‘ঈদের জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা’

ঢাকা: ঈদ জামাত আয়োজনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। সোমবার ঈদগাহ পরিদর্শন করে ঢাকা মেট্রেপলিট্রন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা বলেন। তিনি বলেন: জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড় রাজধানীর নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ থাকবে।

নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে ধাতব বস্তু নিয়ে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে ডিএমপি। একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!