• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এআইবিএল-এনইসি মানি ট্রান্সফারের মধ্যে রেমিটেন্স চুক্তি স্বাক্ষরিত


অর্থনৈতিক রিপোর্ট জুন ২১, ২০১৭, ১০:০১ এএম
এআইবিএল-এনইসি মানি ট্রান্সফারের মধ্যে রেমিটেন্স চুক্তি স্বাক্ষরিত

ঢাকা : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ও এনইসি মানি ট্রান্সফার লিমিটেড, ইউকে-এর মধ্যে পারস্পারিক রেমিটেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে সম্পাদিত হয়।

এ চুক্তি হওয়ার ফলে যুক্তরাজ্য ও ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিতঅর্থ সহজ ও অতি দ্রুততার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সকল শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে উপকারভোগীরা গ্রহণ করতে পারবেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। এ সময় ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ-উল-আলম, ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফরেন রেমিটেন্স ডিভিশনের প্রধান আজহারুল ইসলাম এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এনইসি মানি ট্রান্সফার লিমিটেড, ইউকে এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকরাম ফরাজী, পরিচালক মনির এইচ ফরাজী, কান্ট্রি হেড শামীম আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই 

Wordbridge School
Link copied!