• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৬, ০৯:৪৩ পিএম
‘একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জোর করে তুলে নিয়ে যাওয়া, এরপর গুম করা জাতিসংঘের সনদ অনুযায়ী এটাকে বলা হয়েছে ঘৃণ্যতম, ভয়াবহ, মানবতাবিরোধী অপরাধ। আজকে বাংলাদেশে যারা এ ঘৃণ্যতম অপরাধ করছেন তারা যদি কেউ মনে করে থাকেন রেহাই পেয়ে যাবেন, তারা কেউই রেহাই পাবেন না। একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গত ছয় বছরে গুমের শিকার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মঙ্গলবার (৩০ আগষ্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, একদিন না একদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন অবশ্যই এ অপরাধের জন্য যারা দায়ী তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।

গুমের শিকার পরিবারের সদস্যরা যেকোনো মূল্যে তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান অনুষ্ঠানে। গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!