• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাদশে ভর্তি নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


আদালত প্রতিবেদক মে ১২, ২০১৭, ০৯:৪৮ এএম
একাদশে ভর্তি নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা: ২০১৭ সালের একাদশে ভর্তি নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একইসাথে এইচএসসিতে ভর্তি কার্যক্রম স্থগিতও চাওয়া হয়েছে আবেদনে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন ইউনুছ আলী আকন্দ। এবারের এইচএসসিতে যে নীতিমালা অনুসরণ করে ভর্তি করা হচ্ছে সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারীর আবেদন করা হয়েছে।

বর্তমান নীতিমালাটি সংবিধানের ৩১ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক বলে দাবি করেছেন আইনজীবী। বলেন, সরকার যে নীতিমালা করেছে তা অসাংবিধানিক। আদালত থেকে এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট চেয়েছেন এই আইনজীবী।

আগামী রোববার সালমা মাসুদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেলেও একাদশে ভর্তির ক্ষেত্রে নতুন করে নীতিমালা করেনি বাংলাদেশ সরকার। অভিযোগ ইউনুছ আলী আকন্দের।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!