• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একুশে টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো


বিনোদন প্রতিবেদক মে ১৭, ২০১৭, ০৪:৪৮ পিএম
একুশে টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো

ঢাকা: গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপিকা হিসেবে পরিচিত ফারহানা নিশো। গেল ২০১৫ সালের ডিসেম্বরে বেসরকারি টেলিভিশন ‘একুশে’তে অনুষ্ঠান প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই বর্তমান এই চাকরিস্থল থেকে বহিস্কার হলেন জনপ্রিয় এই ব্যক্তিত্ব। 

তবে কি কারণে একুশে টিভি থেকে তাকে বহিস্কার করা হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, আভ্যন্তরিন পলিটিক্সের শিকার ফারহানা নিশো। তার সঙ্গে ম্যানেজমেন্টের বনিবনা হচ্ছিলো না। শেষ পর্যন্ত এখান থেকে বহিস্কারই হতে হলো তাকে। 

বুধবার (১৭ মে) সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠায় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিসের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনুষ্ঠান প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কাজ করেন নিশো। সেখানে অনুষ্ঠান বিপণনের দিকটি দেখা শোনা করলেও একুশে টিভিতে তিনি অনুষ্ঠান প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। এছাড়াও যমুনা টিভিতে সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।  

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!